অনাবিল ডেস্কঃ সাভারে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক। সোমবার (১৩ এপ্রিল ) রাতে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, করোনা সন্দেহে তিন চিকিৎসকসহ মোট ১০ জনের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়। পরে সোমবার রাতে ১০ জনের মধ্যে ৯ জনের করোনা নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত এক চিকিৎসকের করোনা পজিটিভ রির্পোট আসে।ডা. সায়েমুল হুদা বলেন, করোনায় আক্রান্ত ওই চিকিৎসকে তাৎক্ষণিক রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে।
ডাঃ মাসুদ-উস-সামাদ চাটমোহরের কৃতি সন্তান। মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও প্রতিরোধ যোদ্ধা আব্দুস সামাদ পিন্টুর একমাত্র ছেলে করোনা যোদ্ধা ডাঃ মাসুদ-উস-সামাদ