সঞ্জু রায়, বগুড়া:
সারা দেশের ন্যায় ইবাদত বন্দেগীতে শুক্রবার রাতে বগুড়ার হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার সুন্নতী জামে মসজিদ বরোপুরে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হয়েছে।
দরবার ও মসজিদের প্রতিষ্ঠাতা ও পেশ ইমাম মুহাম্মাদ এম.এম.ডি ইমাম আশরাফ আলীমুল্লাহ সিদ্দীকীর তত্ত্বাবধানে এই পবিত্র রজনীতে বাদ মাগরিব থেকে ফজর পর্যন্ত নানা ইবাদত-বন্দেগী অনুষ্ঠিত হয়। এসময় পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাত, জিকির-ফিকির, নামাজ ও মিলাদ-ক্বিয়ামের মধ্য দিয়ে রাত্রী জাগরণ করা হয়। পেশ ইমাম মুহাম্মাদ এম.এম.ডি ইমাম আশরাফ আলীমুল্লাহ সিদ্দীকী মহামান্বিত রজনী ‘লাইলাতুল বরাত’ বা সৌভাগ্যের রাতে ইবাদতের ফজিলত ও মর্যাদা সম্পর্কে আলোচনা করেন। আয়োজনে বর্তমান সময়ে শবে বরাত নেই মর্মে যারা মিথ্যা অপপ্রচারের সাথে জড়িত তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। এর সাথে পবিত্র এই রজনী যা হাদীস শরীফে ‘নিসফ শাবান’ বা ‘শাবান মাসের মধ্য দিবসের রজনী’ হিসেবে পরিচিত এর পক্ষে বিভিন্ন দলিলাদি উপস্থাপন করা হয়।
হাজারো মুসল্লির অংশগ্রহণে রাত্রী জাগরণের পর সকলকে সেহরীর জন্য খাওয়ানো হয়। শেষে অতীতের পাপ ও অন্যায়ের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা হয় এবং দেশ-জাতির সার্বিক মঙ্গল কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করা হয়।
