ত্রানসামগ্রীর আশায় রাস্তায় নেমেছেন রাজশাহীর মোহনপুর উপজেলার বিদিরপুর গ্রামের ঘরবন্দি শতাধিক দিনমজুরা। গতকাল সোমবার সকালে তারা মৌগাছি ইউনিয়ন পরিষদ এলাকায় সমবেত হয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন। খবর পেয়ে দ্রূত ঘটনাস্থল পরিদর্শন আসেন মোহনপুর উপজেলা নির্বাহি অফিসার সানওয়ার হোসেন,সেনাবাহিনীর টহল দল, থানার (ওসি) মোস্তাক আহম্মেদসহ প্রশাসনিক অন্যান্য কর্মকর্তা। এসময় খেটে খাওয়া মানুষরা জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের দেয়া নির্দেশনা মেনে আমরা ঘরবন্দি রয়েছি। জনপ্রতিনিধিদের বিতরণকৃত ত্রাণ সামগ্রীর কোনো তালিকায় নাম থাকে না তাদের। এজন্য কিছু পান না তারা দাবি জানান তারা। উপজেলা নির্বাহি অফিসার আগামিকাল দাবি পুরণের বিষয়ে আশ্বস্ত করলে তারা আশায় ঘরে ফিরে যান। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন দীর্ঘদিন বিদিরপুর বাজার বন্ধ থাকায় ক্ষেতের সবজি পঁচে নস্ট হয়ে অনেকে সংকটে পড়েছেন। এজন্য শতাধিক মানুষ করোনাভাইরাসের কারণে সরকারী নির্দেশনা মেনে ঘরে থাকতে গিয়ে অনাহারে দিন কাটাছে