স্টাফ রিপোর্টার: করোনাভাইরাসের কারণে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন চরের কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেণ তৃণমূল উন্নয়ন সংস্থা (টিইউএস)। যার ধারাবাহিকতায় ২য় ধাপে সোমবার দুপুরে সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের বাঁশহাটা চরের শতাধিক পরিবারের মাঝে সপ্তাহব্যাপী খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
টিইউএস এর প্রতিষ্ঠাতা পরিচালক তরুণ সমাজসেবক বজলুর রহমান বাপ্পীর উদ্যোগে অসহায় মানুষগুলোর ঘরে ঘরে গিয়ে তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন বগুড়া ইয়ূথ ফোরামের সভাপতি ও দৈনিক চাঁদনী বাজারের স্টাফ রিপোর্টার সঞ্জু রায় এবং সাথে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এবং যুব সমৃদ্ধি ক্লাবের সভাপতি মাহবুব হাসান চমক। এসময় আরো উপস্থিত ছিলেন সংস্থার সেচ্ছাসেবকবৃন্দ যথাক্রমে আব্দুল বাছেদ, জনিউর রহমান, এনামুল হক, সবুজ মিয়া, আসাদুল ইসলাম, আলমগীর, মিল্টন প্রমুখ। খাদ্যসামগ্রী স্বরুপ প্রতিটি পরিবারের জন্য ছিল ৪ কেজি চাল, ১ কেজি ডাল, তেল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ এবং সাবান। একই দিন সকালে সংস্থার উদ্যোগে অসহায় কর্মহীন মানুষের মাঝে ১ম দফায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয় যা মানুষের হাতে তুলে দেন ১২ নং ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল উদ্দিন। বিতরণকালে দেশের এই ক্রান্তিকালে সকলকে সরকারি নির্দেশনা মেনে নিজ নিজ ঘরে অবস্থান করে সচেতনতার মাধ্যমে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভূমিকা রাখার জন্য সংস্থার পক্ষে আহব্বান জানানো হয়। উল্লেখ্য, বাংলাদেশে করোনার প্রার্দুভাব দেখার সাথে সাথেই টিইউএস শুরু থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, হাত ধোঁয়ার ব্যবস্থাকরণ, জনসচেতনতামূলক প্রচারনা কর্মকান্ড ইতিমধ্যেই পরিচালিত করেছে এবং বর্তমানেও তাদের মানবিক কার্যক্রম চলমান রয়েছে। সেই সাথে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মানবিক এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানায় টিইউএস এর প্রতিষ্ঠাতা পরিচালক বাপ্পী।