সোহেল রানা সোহাগঃ
সিরাজগঞ্জের তাড়াশে করোনা প্রতিরোধে মাথা ন্যাড়া করার হিড়িক পরেছে। সারা বিশ্ব যখন করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ে আতংকিত। সেই আতংক ছড়িয়ে পরেছে বাংলাদেশের আনাচে কানাচেও। চারদিকে থমথমে অবস্থা বিরাজ করছে। ঠিক সেই সময়ে করোনা প্রতিরোধে বিভিন্ন গ্রামে চলছে মাথা ন্যাড়া করার হিড়িক। করোনা ভাইরাস (কোভিড-১৯) নিয়ে আতংকের মধ্যে এমন দৃশ্য মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি করছে।
করোনা পরিস্থিতিতে মানুষ যখন সামাজিক যোগাযোগের মাধ্যমে চোখ রাখেন তখনই মাথা ন্যাড়া করার বিভিন্ন পোস্ট ভেসে আসে চোখের সামনে। দেখা যাচ্ছে, একে অপরের দেখা-দেখি প্রতিনিয়তই তরুণ ও যুবক ছেলেরা কেউ না কেউ মাথা ন্যাড়া করে গ্রুপ ছবি ফেসবুকে প্রকাশ করছেন। যা নিয়ে আলোচনা সমালোচনা চলছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে মজার ছলে এমন কাজ করছেন।
করোনা ভাইরাস (কোভিড-১৯) নিয়ে আতংকের মধ্যে এমন দৃশ্য বেশ কৌতূহলের সৃষ্টি হলেও যারা ন্যাড়া হয়েছে তারা বলেছেন সরকারের নির্দেশে আমরা ঘরে বন্দি আছি। করোনা প্রতিরোধে সেলুন বন্ধ থাকায় মনের বাসনা ও ভালো লাগা থেকে আমরা ন্যাড়া হয়েছি।