পৃথিবী জুড়ে আজ
শুধুই হাহাকার!
প্রতি নিয়ত হচ্ছে ধ্বনিত, প্রতিধ্বনিত
মৃত্যুর মিছিল।
ভেসে আসা প্রিয়জনের আহাজারি
মিশে যায় ঘুরতে ঘুরতে বাতাসে!
যুদ্ধ থেমে গেছে মানুষে- মানুষে।
নেই অস্ত্রের গর্জন! নেই রক্তের বন্যা!
পৃথিবীর পরাশক্তি ও আজ পরাজিত।
পৃথিবীতে আজ যুদ্ধ শুধু
জীব আর অণুজীবের।
কর্মহীন!খাদ্যহীন! মলিন আজ মানুষের মুখ।
পালিয়ে গেছে মানবতা,
মনুষ্যত্ব হয়ে গেছে পর।
নেই কারফিউ, তবু।!
সবাই গৃহবন্দী।
গৃহবন্দী আজ পুরো পৃথিবী।
হাহাকার! শুই আজ হাহাকার!