হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়া ‘সর্বনিম্ন’ রানে অলআউট হয়ে

দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়নস ট্রফি। টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামে অস্ট্রেলিয়া। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পায়নি লঙ্কানরা। সেই দলের কাছে নাস্তানাবুদ হয়েছে অজিরা। দুই ম্যাচেই বড় হারে হোয়াইটওয়াশ হয়েছে অস্ট্রেলিয়া।

ব্যাটারদের ব্যর্থতায় এশিয়ায় সর্বনিম্ন রানে অলআউটের লজ্জায় পড়েছে অস্ট্রেলিয়া। ১০১ রানের অলআউট হয়ে দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে ১৭৪ রানের বড় ব্যবধানে হেরেছে স্টিভেন স্মিথের দল।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) কলম্বোতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস ১১৫ বলে করেন ১০১ রান। এছাড়া অধিনায়ক আসালাঙ্কা ৬৬ বলে ৭৮ ও নিশান মাধুশাঙ্কা করেন ৭০ বলে ৭১ রান।
২৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে লঙ্কান বোলারদের তোপে ৩৩ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে অস্ট্রেলিয়া। মাঝে স্মিথ ও জস ইংলিশের ৪৬ রানের জুটিতে ১০০ পেরোয় অজিরা। বাকি সময়ে দাপট ছিল কেবল শ্রীলঙ্কার। ট্রাভিস হেড ১৮, স্মিথ ২৯ এবং ইংলিশ ২২ ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরও ছুঁতে পারেননি।
শেষ পর্যন্ত ২৪ ওভার ২ বলে ১০৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার পক্ষে দুনিথ ওয়াল্লেগে নেন ৪টি উইকেট। এছাড়া আসিথা ফার্নান্দো ও ওয়ানিন্দু হাসারাঙ্গা নেন ৩টি করে উইকেট।