পরকালে নিজের বোঝা নিজেকে বহন করতে হবে
ইরশাদ হয়েছে, ‘কোনো বহনকারী অন্যের বোঝা বহন করবে না; কোনো ভারাক্রান্ত ব্যক্তি যদি কাউকে এটি বহন করতে আহ্বান করে তবে তার কিছুই বহন করা হবে না—নিকটাত্মীয় হলেও। …’
(সুরা : ফাতির, আয়াত : ১৮)
আলো আর আঁধার কখনো সমান নয়
ইরশাদ হয়েছে, ‘অন্ধ ও চক্ষুষ্মান, না অন্ধকার আর আলো, আর না ছায়া ও রৌদ্র।’ (সুরা : ফাতির, আয়াত : ১৯-২১)
সব জাতির কাছেই আল্লাহ সতর্ককারী পাঠিয়েছেন
ইরশাদ হয়েছে, ‘আমি তো আপনাকে সত্যসহ প্রেরণ করেছি সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে; এমন কোনো সম্প্রদায় নাই যার কাছে সতর্ককারী প্রেরিত হয়নি।’ (সুরা : ফাতির, আয়াত : ২৩)
জ্ঞানীরাই আল্লাহকে বেশি ভয় করে
ইরশাদ হয়েছে, ‘… আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই তাঁকে বেশি ভয় করে; আল্লাহ পরাক্রমশালী, ক্ষমাশীল।’
(সুরা : ফাতির, আয়াত : ২৮)
দান করলে সম্পদ বৃদ্ধি পায়
ইরশাদ হয়েছে, ‘এ জন্য যে, আল্লাহ তাদের কাজের পূর্ণ প্রতিফল দেবেন এবং তিনি নিজ অনুগ্রহে তাদের আরো বেশি দেবেন। তিনি তো ক্ষমাশীল, গুণগ্রাহী।’ (সুরা : ফাতির, আয়াত : ৩০)