পুলিশকে করোনা’র ভয় দেখিয়ে গ্রেফতার এড়ানোর চেষ্টা

পাবনার চাটমোহর থানা পুলিশ দুটি মামলায় ওয়ারেন্ট ভূক্ত আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারের সময় এ আসামী নিজেকে করোনা রোগী বলে দাবী করে প্রথমে তাকে গ্রেফতার না করতে অনুরোধ করেন। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করলে পুলিশের সাথে প্রায় চল্লিশ মিনিট বাক-বিতন্ডা করেন তিনি। সোলায়মান হোসেন নামের এ আসামী গ্রেফতারের সময় নিজেকে মাননীয় প্রধান মন্ত্রীর উপদেষ্টা এইচ.টি ইমামের আত্মীয় পরিচয় দিয়ে উল্টো থানা পুলিশের বিরুদ্ধে মামলা করার হুমকি দিলেও শেষ পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। রবিবার রাতে পৌর সদরের বালুচর মহল্লায় এ ঘটনা ঘটে। আসামী সোলায়মান হোসেন মৃত বারু প্রামাণিকের ছেলে।

চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ নাসীর উদ্দিন জানান, দুটি মামলায় ঢাকার শাজাহানপুর থানার মামলা নং (সিআর ১৪৫/১৯ ও রাজশাহীর সিআর ১০৫০/১৭) ওয়ারেন্ট ভূক্ত আসামী সোলায়মান দীর্ঘদিন পলাতক ছিল। রবিবার রাতে তাকে গ্রেফতার করতে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। সোলায়মান একজন প্রতারক। আটকের সময় সে পুলিশের সাথে দূর্ব্যবহার করেন এবং নিজেকে করোনা রোগী বলে দাবী করেন। থানায় নিয়ে আসার পর নিজের মুখের মধ্যে বার বার আঙ্গুল ঢুকিয়ে রক্তাক্ত করলে তাকে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে পাবনা সদর হাসপাতালে নেয়া হয়। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়।