স্টাফ রিপোর্টার: কোভিড ১৯ বা করোনাভাইরাস এর কারণে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় বগুড়ায় রবিবার বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পৌর কমিটির উদ্যোগে শহরের কৈপাড়া, চেলোপাড়া ও দত্তবাড়ি এলাকার প্রায় ২’শ হতদরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দরা।
সংগঠনের পৌর কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক পরিমল প্রসাদ রাজের নেতৃত্বে ৫ম ধাপে খাদ্যসামগ্রীস্বরুপ প্রতিটি পরিবারের জন্য ৪ কেজি চাল, ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি পেঁয়াজ, তেল এবং সাবান প্রদান করা হয়। দেশের এই ক্রান্তিকালে ধর্ম, বর্ণ, নির্বিশেষে অসহায় দিনমজুর কোন ব্যক্তিত্ব যেন না খেয়ে থাকে সেই লক্ষ্যে পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সা: সম্পাদক সুজিত তালুকদারের দিকনির্দেশনায় এবং কার্যনিবার্হী সদস্য বিশিষ্ট সমাজসেবক সুদেব দাসের ব্যবস্থাপনায় মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি অতুল সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জু রায়, সাংগঠনিক সম্পাদক শেখর রায়, কার্যনির্বাহী সদস্যবৃন্দ যথাক্রমে সবুজ বিশ^াস, সিদ্ধার্ত দাস, নিরব রায়, রিপন সরকার, বিশিষ্ট সমাজসেবক রাজু আহম্মেদ, মাহবুব হাসান চমক ও সাগর, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল
বাছির বাপ্পি, ছাত্রনেতা রাসেল আহম্মেদ, মোহাম্মদ আলী শান্ত, বলায় দাস, সুজন সাহা প্রমুখ।
ক্যাপশন: বগুড়ায় রবিবার বিকেলে শহরের কৈপাড়া, চেলোপাড়া ও দত্তবাড়ি
এলাকার ২’শ অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পৌর কমিটির নেতৃবৃন্দরা।