করোনাভাইরাসের কারণে ঈশ্বরদীতে রিক্সাচালক,দিনমজুরসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সারা দেশেই একই অবস্থার সৃষ্টি হয়েছে। কর্মহীন মানুষের বাস্তব অবস্থা বিবেচনা করে প্রধান মন্ত্রী মানুষের স্বার্থে দেশব্যাপি গরীব মানুষের খাদ্য সহায়তা দেওয়ার মহৎ পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছেন। এ অবস্থায় প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ঈশ্বরদীতে সাবেক ছাত্রলীগ নেতা ও বঙ্গবন্ধু হত্যা মামলার আইনজীবি এ্যাড.রবিউল আলম বুদুর পক্ষ থেকে করোনাভাইসের কারণে কর্মহীন হয়ে পড়া ১৫৪ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। রবিবার সকালে এ্যাড.রবিউল আলম বুদুর পক্ষ থেকে সাংবাদিক এএ আজাদ হান্নান ও এ্যাড.আব্দুস সালামের নেতৃত্বে ঈশ্বরদীস্থ অফিসে ইউএনওর প্রতিনিধি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলামের নিকট এসব খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়। বুদুর পক্ষ থেকে দেওয়া চাল,ডাল,তেল ও আলুসহ খাদ্য সামগ্রী ঈশ্বরদীর ইউএনও কর্মহীন হয়ে পড়া গরীব ও দুস্থদের মধ্যে বিতরণ করবেন।