কুল্লাগড়া ইউনিয়নের অসহায় মানুষের পাশে রুবেল হাতেম সহ বন্ধু মহল।

কারোনা মোকাবেলায় বাংলাদেশের দরিদ্র ও খেটে খাওয়া মানুষ স্বাভাবিক জীবন পরিচালনায় হিমশিম খাচ্ছেন। এমতাবস্থায় বাংলাদেশ সরকার ও স্বেচ্ছাসেবী সংগঠন এর সময় উপযোগী পদক্ষেপ ও সহযোগিতা প্রদানে তাদের কষ্ট কিছুটা লাঘব হচ্ছে। এরই ধারাবাহিকতায় নেত্রকোনা  জেলার দুগাপুর থানার কুল্লাগড়া ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে নিজ অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেন কুল্লাগড়া ইউনিয়নের বাসিন্দা হাতেম, রুবেল পাঠান,সাইফুল, ও হাবিবুর।  শুক্রবার বিকালে সেচ্ছাসেবকদের সহায়তায় নিরাপদ দূরত্ব বজায় রেখে সরকারী নির্দেশনা মেনে ঘরে অবস্থানের আহবান জানিয়ে খাদ্য সামগ্রীর প্যাকেট  চাউল, ডাল  আলু, তেল, আটা, সাবান  হত দরিদ্রদ্রের ঘরে ঘরে পৌছে দেন। 

তারা তিন শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে  খাদ্যসামগ্রী বিতরন করেন। দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে পড়ায়  এসব মানুষেরা সহায়তা পেয়ে অত্যন্ত আনন্দিত।করোনা ভাইরাসের প্রভাবে পুরো বিশ্বব্যাপী পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। দেশের জেলা উপজেলা সকল স্থানে বাজারগুলো বন্ধ থাকায় কাজ করতে পারছেন না নিম্ন আয়ের মানুষ গুলো । ফলে দিন আনে দিন খাওয়া মানুষগুলোর সংসারের চাকা প্রায় বন্ধ হওয়ার পথে । তাই এইসব নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো কে স্বাগত জানিয়েছে দুর্গাপুরের পৌর বাসিন্দারা।