করোনায় লকডাউন সাঁথিয়ায় কর্মহীন দুঃস্থদের বাড়ী বাড়ী গিয়ে ত্রাণ দিচ্ছেন ইউএনও

সাঁথিয়া প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পরিষদের চেয়াম্যান কর্মহীন দুঃস্থদের বাড়ী বাড়ী
গিয়ে ত্রাণ দিচ্ছেন। করোনা ভাইরাসের প্রভাবে লকডাউনে থাকা কর্মহীন দুঃস্থদের চাল, ডাল, তেল,
লবন, সাবানের ব্যাগ তুলে দেন তাদের হাতে।
শনিবার সকাল ১০টায় উপজেলার আর আতাইকুলা ইউপি চেয়ারম্যান আলহাজ মিরাজুল ইসলামের
ব্যবস্থাপনায় ইউনিয়নের রিক্সা-ভ্যান চালক, চায়ের দোকানী, সেলুন কর্মচারী, দিনমজুর, ভিখারী,
বিধবা, কুলিসহ সমাজের নিম্ন আয়ের মানুষদের ১০ কেজি চাল, ২ কেজি আলু, তেল, লবন, ডাল,
সাবানের ব্যাগ বাড়ী বাড়ী গিয়ে তুলে দেন। এসময় সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল-াহ
আলমামুন দেলোয়র, উপজেলা নির্বাহী অফিসার এস,এম জামাল আহমেদ, আর আতাইকুলা ইউপি
চেয়ারম্যান আলহাজ মিরাজুল ইসলাম, ব্যবসায়ী আঃ খালেক রতন, শাহীন মোল-া, আঃ জব্বার,
ছাত্রলীগ সভাপতি আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।