শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু’র নির্দেশে এবং শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন দিপু মিয়ার উদ্যোগে ও শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. সোহেল মাদবরের সার্বিক তত্ত্বাবধানে এবং নেতৃত্বে মাহমুদপুর ইউনিয়নে করোনা আতঙ্কে কর্মহীন অসহায় প্রায় ৩ শতাধিক পরিবারের মাঝে চাল-ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে এ খাদ্য সামগ্রী অসহায়দের বাড়ি বাড়ি পৌছে দেয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য আ. হামিদ মাস্টার, মাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোশারফ খান, রিদওয়ানুর রহমান খোকন মাস্টার, ইকবাল হোসেন (হারুন খালাসী), রফিকুল ইসলাম (মনাই ঢালী), ইউসুফ আলী মাস্টার, শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য সুমন মাদবর, মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি খোকন মুন্সী, মাস্টার রাসেল সরদার, মকবুল মুন্সী, ইলিয়াস মাদবর, জলিল সরদার, রাজ্জাক খান, মাহবুবুর রহমান কাঞ্চন মাস্টার, মজিদ খা, আজিজুল সরদার, ফারুক খান, ফয়সাল মাদবর, মন্নান সিকদার, আনোয়ার শরীফ, রাসেল সরদার, মতলেব হাওলাদার, ইদ্রিস রাড়ী, মাহমুদপুর ইউপি সদস্য মান্নান মাদবর, শহিদুল সরদার, ইউপি সদস্য আজম সরদার, সাবেক ইউপি সদস্য সত্তার খা সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।এ ব্যাপারে শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি সোহেল মাদবর বলেন, আমি মাহমুদপুর ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক কাজ করে চলছি। আর এই করোনা আতঙ্কে কর্মহীন অসহায় পরিবারের জন্য জননেতা ইকবাল হোসেন অপু এমপির নির্দেশে ও শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি বিল্লাল হোসেন দিপু মিয়ার উদ্যোগে ও আমার ব্যক্তিগত তহবিল থেকে মাহমুদপুর ইউনিয়নের প্রায় ৩ শতাধিক কর্মহীন অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এই ধারাবাহিকতা অব্যহত থাকবে। আমি সারাজীবন মানুষের কল্যানে কাজ করে যেতে চাই। এজন্য সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করছি।