জাপানে করোনাভাইরাসের চিকিৎসায় অ্যাভিগানের ৩য় ধাপের ট্রায়ালে শুরু

অ্যাভিগান বা ফ্যাভিলাভির জেনেরিক নাম ফ্যাভিপিরাভির। করোনাভাইরাসের চিকিৎসায় এই ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে জাপানের টয়ামা কেমিক্যাল (ফুজি ফিল্ম গ্রুপ)। সাধারণত, ঠান্ডা-সর্দির চিকিৎসায় ব্যবহৃত এ ওষুধটি আরএন ভাইরাসের বিরুদ্ধে বেশ কার্যকর। অ্যাভিগান/ফ্যাভিলাভির ওষুধটি ফেব্রুয়ারীতে চীনে করোনাভাইরাসের চিকিৎসায় বেশ ভাল কাজ করেছিল। চীনের যাদের ওই ওষুধ দেওয়া হয়েছিল, অন্যদের তুলনায় তারা দ্রুত সেরে ওঠেন।

১৫ মার্চ ২০২০ থেকে এটি ফ্যাভিলাভির (Favilavir) নামে চীনের বাজারে ইনফ্লুয়েঞ্জার চিকিৎসায় অনুমোদন পায়। ২২ মার্চ ইটালি এটি করোনাভাইরাসের চিকিৎসায় ব্যবহারের জন্য অনুমোদন দেয়।

গত মাসে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ফ্যাভিপিরাভিরের ৮০ দিনের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করেছে। আগে জাপানে দুই ধাপে ট্রায়াল সমপন্ন হয়েছে। এবারে তৃতীয় ধাপে ট্রায়ালের আগে ফুজি ফিল্ম এক বিবৃতিতে জানায়, আশা করা যায় নতুন করোনাভাইসের ওপর অ্যাভিগান সম্ভাব্য ভাইরাসের বিরুদ্ধে প্রভাব ফেলতে পারবে।

আগে করা ট্রায়ালে দেখা গেছে এ ওষুধ রোগীদের সুস্থ হওয়ার সময় গড় ১১ দিন থেকে কমিয়ে গড় ৪ দিনে নিয়ে আসে।