বিলচলন শিক্ষা ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

চলনবিল পাবনা অঞ্চলে এখন পর্যন্ত কেউ করোনা আক্রান্তের খবর পাওয়া যায়নি। তবুও এ অঞ্চলে কেউ যেন আক্রান্ত না হয় সে বিষয়ে সচেতনা সৃষ্টির লক্ষ্যে বিলচলন শিক্ষা ও সাংস্কৃতিক সংস্থা বিভিন্ন পেশার মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন। সামাজিক সচেতনতা সৃষ্টির উদ্যোগ নিয়েছেন বিলচলন শিক্ষা ও সাংস্কৃতিক সংস্থা।
করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে ৩১ মার্চ মঙ্গলবার দুপুরে পাবনা চাটমোহরের ছাইকোলায় ”বিলচলন শিক্ষা ও সাংস্কৃতিক সংস্থা” বিভিন্ন পেশার মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, ছাইকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান স.ম. আতাউর রহমান তোতা, বোরহান উদ্দিন সরকার, ছাইকোলা কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক শহিদুল ইসলাম, কামরুজ্জামান সোনা, উপাধক্ষ্য রাকিবুল ইসলাম, আলমাহমুদ, বদিউজ্জামান টুনু, এনামুল হক ,কামরুল ইসলাম কিরণ, মোঃ আলাউদ্দিন,
নুরুজ্জামান নান্নুসহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।
বিলচলন শিক্ষা ও সাংস্কৃতিক সংস্থার সদস্যবৃন্দের স্লোগান ছিল আতংকিত নয় সতর্ক ও সচেতন থাকুন।