বুড়িমারী ইউনিয়ন পরিষদে ত্রাণ নিয়ে সংঘর্ষ গ্রাম পুলিশসহ আহত ৮

লালমনিরহাট প্রতিনিধি। লালমনিরহাট পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন পরিষদে ত্রাণের তালিকা তৈরি নিয়ে চেয়ারম্যান ও ইউপি সদস্য দুই গ্র“পের মধ্যে মারপিঠ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই জন গ্রাম পুলিশসহ ৮ জন আহত হয়েছে। রোববার সন্ধ্যার পর এঘটনাটি ঘটে। স্থানীয় সুত্রে জানাগেছে, করোনা ভাইরাস কারনে নিু আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণের তালিকা তৈরী নিয়ে বুড়িমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত ও ১নং ওয়ার্ড সদস্য হাফিজুল ইসলামের গ্র“পদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার বিকেলে পরিষদের মাঠে ত্রাণ বিতরণের কার্যক্রম উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি। তিনি চলে যাওয়ার পর গ্র“প দুটির মধ্যে প্রথমে মারপিঠের ঘটনা ঘঠে। পরে গ্র“প দুটির লোকজন সমতে হয়ে ধাওযা পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে গ্রাম পুলিশ আব্দুর রাজ্জাক ও আইয়ব আলীসহ উভয় পক্ষের ৮ জন আহত হয়। আহতদের পাটগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। চেয়ারম্যান আবু সাঈদ নিশাত নেওয়াজ বলেন, ইউপি সদস্য হাফিজুল অহেতুক নামের তালিকা করে দেখায়। তা মেনে না নেওয়ায় বাহিনী দিয়ে মারামরি করে। ইউপি সদস্য হাফিজুল ইসলাম বলেন, চেয়ারম্যান নিশাত তার ওয়ার্ডের নাম তালিকা করেন। আমিসহ কয়েকজন সদস্য নামের তালিকা করার জন্য বললে সে বলে বিষয়টি আমি নিজেই করবো। আপনাদের নামের তালিকা দেয়ার দরকার নেই। নামের তালিকা করতে বলতে সে তার পালিত সন্ত্রাসী দিয়ে আমাদের উপর মারপিঠ করায়।