পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের নাদুড়িয়া গ্রামে রাতের আঁধারে
ভেকু দিয়ে পুকুর খনন করায় জমির মালিককে জরিমানা করা হয়েছে। গত ২৬ ২৭ মার্চের
রাত্রে ভেকু মেশিন দিয়ে উক্ত গ্রামের ভূইয়া বাজার সংলগ্ন জামাল উদ্দিন জালু তার
জমিতে অনুমতি ছাড়া বেআইনীভাবে পুকুর খনন করতেছিল।
রাতে পুকুর খনন করে দিনে আলো ফোটার পূর্বেই মেশিনটি পাশ^বর্তী ঝোপোর
আড়ালে লুকিয়ে রাখতো। ভেকুর মালিক পাশ^বর্তী কুমারগাড়ী গ্রামের রুবেল ঠিকাদার।
এব্যাপারে আটঘরিয়া থানা পুলিশ সংবাদ পেয়ে পুকুর খননকারী জমির মালিকসহ ২জনকে
শনিবার গ্রেফতার করে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্টে সোর্পদ করা হলে
জালাল উদ্দিনসহ ২জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। তবে ভেকু মেশিন জব্দ করা হয় নাই এবং মেশিনের মালিককে শাস্তির আওতায় আনা হয় নাই।
উল্লেখ্য যে, আটঘরিয়া থানা পুলিশ যখন করোনাভাইরাস প্রতিরোধে সক্রিয়ভাবে কাজে
ব্যস্ত ঠিক সেই সুযোগে এহেন কাজ বেআইনী কাজে রাতের আঁধারে লিপ্ত ছিল।