করোনা ভাইরাস সংক্রামণ রোধে চাটমোহরে ৪ ব্যবসায়ীর উদ্যোগে জীবাণু মুক্ত করণ

করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে ২৯ মার্চ দুপুরে পাবনার চাটমোহরের পৌর সদরের বিভিন্ন স্থানে নিজেদের উদ্যোগে জীবাণুনাশক ছিটালেন চারজন ব্যবসায়ী।
রোববার বেলা দুপুরে চাটমোহর উপজেলা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শেখ জিয়ারুল হক সিন্টু, দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ রান্টু, সমাজ কল্যাণ সম্পাদক রবিউল ইসলাম ও সাবেক কার্য নির্বাহী সদস্য বকুল হোসেন নিজেদের উদ্যোগে জীবাণুনাশক ছিটালেন। সবাই মাস্ক, হ্যান্ড গ্লভস পরে জীবাণুনাশক স্প্রে করেন।
চারজন ব্যবসায়ী চাটমোহর পৌর সদরের পুরাতন বাজারের মুরগি বাজার, মাছ বাজার, মাছের আড়ৎ, ডাকবাংলো রোড, চাউল বাজার, কালি বাড়ি, হাসপাতাল রোড, হাসপাতাল ভবন, থানা রোড, বড়াল পাড় নিমতলা হকার্স মার্কেট, মুক্তিযোদ্ধা
কমপ্লেক্স, থানা ভবনসহ অত্র এলাকার চলাচলের রাস্তা সমূহ জীবাণুনাশক ছিটান।
চাটমোহর উপজেলা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শেখ জিয়ারুল হক সিন্টু বলেন, পর্যায়ক্রমে এ সকল এলাকাসহ পৌর সভার বিভিন্ন এলাকা/মহল্লাতেরও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।