প্রথমেই বলে নিচ্ছি এ বিষয়ে নানান তথ্য থেকে নিয়ে সম্পূর্ণ ব্যাক্তিগতভাবে আমার মতামত প্রদান করলাম, এতে আমার অজ্ঞতা থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে নিবেন I
- বিশ্বে আমেরিকা এবং ইউরোপের প্রভাব হ্রাস পেতে পারে: করোনার তান্ডবে ইতিমধ্যেই যুক্তরাষ্টের আর্থসামাজিক অবস্থা লন্ড ভন্ড হবার পথে, এই তান্ডবে যুক্তরাষ্টের কয়েক মিলিয়ন মানুষ মারা যেতে পারে বলে কিছু বিশেষজ্ঞরা অনুমান করেছেন I ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র সরকার প্রায় ২ ট্রিলিয়ন ডলার বরাদ্দ করেছে করোনার তান্ডব মোকাবেলায় যা আমেরিকার ইতিহাসে বিরল, এবং আরও ৪ ট্রিলিয়ন অথবা তারও বেশি ডলার প্রয়োজন হতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা I আমাদের মনে রাখতে হবে যুক্তরাষ্টের এ বছরের বাজেট ছিল ৪.৭ ট্রিলিয়ন ডলার, সুতরাং অর্থনৈতিকভাবে দুর্বল হবার ফলে যুক্তরাষ্টের একক প্রভাব ভিত্তিক পৃথিবী ব্যাবস্থার হয় অবসান অথবা হ্রাস পেতে পারে এবং এশিয়ার চীন রাশিয়া এবং ভারতের নেতৃত্ব বিশ্বে দ্রুত বৃদ্ধি পেতে পারে I ইউরোপের দেশগুলির প্রভাবও হ্রাস পেতে পারে I
- ডলার ভিত্তিক লেন দেনের বদলে বিশ্বে অন্য কোনও মুদ্রা ব্যাবস্থার উত্থান হতে পারে I
- প্রযুক্তিভিত্তিক অনলাইন কেনাকাটার বাজার দ্রুত প্রসারিত হবে নিঃস্বন্দেহে, মানুষ ঘরে বসেই প্রয়োজনীয় কেনা কাটা করতে আরও উৎসাহিত হবে,
ক্ষুদ্র ও মাঝারী ব্যাবসার বাজার হ্রাস পেতে পারে এবং বেকারত্বের সংখ্যা বেড়ে যেতে পারে I - মানুষ আরও স্বাস্থ সচেতন হবে স্বাস্থ সেবামূলক পণ্যের চাহিদা বেড়ে যাবে এবং এই সংক্রান্ত শিল্পের দ্রুত প্রসার হবে I
- বিশ্বে অস্ত্র প্রতিযোগিতা হ্রাস পেতে পারে এবং মানুষ মানুষের মানবিকতার বন্ধন আরও বৃদ্ধি পেতে পারে I
- মানুষের খাদ্যাভ্যাসের আমূল পরিবর্তন হতে পারে,সুস্বাস্থ এবং রোগপ্রতিরোধমূলক খাদ্যের চাহিদা, উৎপাদন এবং বিপণন বেড়ে যেতে পারে I
- করোনার তান্ডবে নিষ্পাপ নিরহ মানুষ এবং দেশকে আক্রান্ত করেছে বলে মানুষের কাছে যৌক্তিক মনে হতে পারে এবং মানুষের ধর্মীয় দৃষ্টিভঙ্গির কিছুটা পরিবর্তন হয়ে মানুষ ধীরে ধীরে যৌক্তিক এবং বিজ্ঞানমনস্ক হতে পারে I
- পরিবেশ প্রতিবেশের প্রভাব সম্পর্কে মানুষ আরও সচেতন হবে I এবং এ সংক্রান্ত রাষ্ট্রের বাজেট আরও প্রসারিত হবে I
- প্রতিটা দেশের রাষ্ট্রের প্রচলিত বাজেটের অমূল পরিবর্তন হয়ে নতুন ধরনের বাজেট হতে পারে যাতে মানুষের সাস্থ মানবিকতাকে আরও গুরুত্ব প্রদান করা হতে পারে I