সিংড়া হাসপাতালে প্রতিমন্ত্রী পলকের দেওয়া করোনা সংক্রমণ টেষ্টিং কিট হস্তান্তর

নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা সংক্রমণ ২০০ টেষ্টিং কিট সহ নার্স ও স্বাস্থ্য কর্মীদের হ্যান্ড গ্লাভস, ফেস মাস্ক, প্রোটেক্টিভ চশমা, জীবানু নাশক হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী আলহাজ এড জুনাইদ আহমেদ পলক এমপি। চলমান বৈশ্বিক মহামারীর মধ্যে নাটোরের সিংড়া উপজেলার জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা থেকে পাঠানো প্রতিমন্ত্রীর এই কিট ও মেডিকেল সরঞ্জাম আজ রবিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলামের হাতে হস্তান্তর করেন প্রতিমন্ত্রীর পক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ এড ওহিদুর রহমান এবং পৌর মেয়র আলহাজ জান্নাতুল ফেরদৌস। এসময় প্রতিমন্ত্রী পলক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং কর্তব্যরত ডাক্তারদের সাথে ভিডিও কনফারেন্সে মতবিনমিয় করেন। প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতি মোকাবেলায় আমাদের আগাম প্রস্তুতি রয়েছে৷ সকলের সমন্বিত প্রচেষ্টায় আমার প্রাণের সিংড়াবাসীকে এই মহামারী থেকে আমরা নিরাপদ রাখবো ইনশাআল্লাহ।