কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে রবিবার বেলা ১২ টায় করোনা ভাইরাস সংক্রামনে কাজ করতে না পারা দুস্থদের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী
বিতরণ করা হয়েছে। সারা বিশ্বে যখন করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত এবংবাংলাদেশের মানুষ আতঙ্কিত ঠিক সেই সময় কাজ করতে না পারা অসহায় মানুষদেরজন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে
সাতক্ষীরা -০৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার অসহায় ১৪ টি পরিবারের
মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী,উপজেলা নিবার্হী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল, সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন অফিসার মিরাজ হোসেন খান, উপজেলা আওয়ামী
লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি, সাংবাদিক সাজিদুল হক সাজু, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সাফিয়া পারভীন প্রমুখ। এসময় সংসাদ সদস্য এস,এম
জগলুল হায়দার ইউনিয়নের মানুষকে করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার কথা বলেন। বিনা প্রয়োজনে বাড়িতে বাইরে না যাওযার জন্য অনুরোধ করেন এবং সবসময় মাস্ক ব্যবহার ও সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধোয়ার কথা বলেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী। তাছাড়াও তিনি ইউনিয়নে মানপুর গ্রামে অগ্নি দগ্ধ
শিশুর ঢাকা মেডিকেল কলেজের বার্ন্ড ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আছে তার খোঁজ খবর নেন এবং আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।