গোল বৃত্ত এঁকে সামাজিক দূরত্ব নিশ্চিত করলেন কলমাকান্দার ইউএনও

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দোকানের সামনে ৩ ফুট পরপর গোল বৃত্ত এঁকে দেন। ক্রেতারা ওই বৃত্তে দাঁড়িয়ে তাদের মালামাল ক্রয় করছেন
আর এতে করে নিশ্চিত হচ্ছে সামাজিক দূরত্ব। ইউএনও’র এ উদ্যোগ সামাজিক
যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ায় ইতোমধ্যে স্থানীয় লোকজনের পাশাপাশি সমাজের বিশিষ্টজনেরা তাকে সাধুবাদ জানিয়েছেন।
রোববার সকালে সরেজমিন পর্যবেক্ষণে দেখা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল কারীমকে সঙ্গে নিয়ে উপজেলা সদরের বিভিন্ন দোকানের সামনে সাদা রং ব্যবহার
করে ৩ ফুট পরপর একটি করে গোল বৃত্ত আঁকেন। আর ক্রেতারা ওই বৃত্তে দাঁড়িয়ে মালামাল ক্রয় করছেন।
যুগান্তর স্বজন সমাবেশ কলমাকান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. অলক কুমার সিংহ বলেন, বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়
করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে যে উদ্যোগ গ্রহণ করেছেন তা প্রশংসনীয়। ক্রেতাদের প্রতি অনুরোধ রইল তারা যেন ওই গোল বৃত্তে দাঁড়িয়ে মালামাল ক্রয় করেন। আর এ সামাজিক দূরত্ব নিশ্চিত করার ব্যাপারে উপজেলার
হাট-বাজারসমূহে উপজেলা প্রশাসন ও কলমাকান্দা থানার পুলিশকেও নিয়মিত পর্যবেক্ষণ চালিয়ে যেতে হবে।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা বলেন, প্রত্যেক উপজেলায় এমনিভাবে দোকানের সামনে গোল চিহ্ন ব্যবহার করলে ক্রেতারা ওই বৃত্তে দাঁড়িয়ে মালামাল ক্রয় করলে সামাজিক দুরত্ব নিশ্চিত হবে। ফলে
করোনাভাইরাস সংক্রমণ রোধ করা সম্ভব হবে। আর করোনাভাইরাসের সংক্রমণ রোধে
সরকার নির্ধারিত সকল পদক্ষেপই এ উপজেলায় বাস্তবায়ন করা হচ্ছে।
ছবি পরিচিতিঃ নেত্রকোনার কলমাকান্দায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ইউএনও মো. সোহেল রানা গোল বৃত্ত আঁকেন