সিংড়া পৌর মার্কেট ও নিজের বাসার ভারাটিয়াদের এক মাসের ভারা মওকুফ করলেন মেয়র জান্নাতুল ফেরদৌস

চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে পৌর মার্কেট’র সকল দোকান সহ নিজের বাড়ির ৪ টি ইউনিটের ১ মাসের বাসা ভারা মওকুফ করলেন নাটোরের সিংড়া পৌর সভার মেয়র আলহাজ জান্নাতুল ফেরদৌস। আজ শনিবার দুপুরে নিজের অর্থায়নে পৌর শহরের বিভিন্ন মহল্লায় দরিদ্র, হতদরিদ্র ও সাধারণ মানুষের মাঝে সাবান এবং মাস্ক বিতরণ শেষে পৌর অফিস কক্ষে সাংবাদিকদের সামনে এই ঘোষনা দেন। এসময় তিনি পৌর মেয়র হিসাবে পৌর শহরের সকল মার্কেট ও বাসার মালিকদেরও ১ মাসের ভারা মওকুফ করে এই দুঃসময়ে মানুষের পাশে থাকার আহবান জানান।
পৌর মেয়র বলেন, সরকারী সিদ্ধান্ত আসার আগেই প্রতিমন্ত্রী আলহাজ জুনাইদ আহমেদ পলক বলেছিলেন এরকম সিদ্ধান্ত আসবে তাই আমরা আগেই সিংড়াতে গনপরিবহন বন্ধ করে দিয়েছি। সরকারের সকল নির্দেশনা পালন করছি। আজ থেকে পেীর শহরের সকল ধরনের যান চলাচল বন্ধ করা হবে। পৌর মেয়র আরও বলেন, আমার অবিভাবক আলহাজ জুনাইদ আহমেদ পলক, তাঁর কাছ থেকে আমি শিক্ষা পেয়েছি মানুষের সেবা করার। আমি পৌর সভার সেবক ও জনগণের চাকর হিসাবে কাজ করতে চাই। আমার প্রাণ থাকা পর্যন্ত আমি মানুষের সেবা করে যাবো।