করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে জনসমাগম এড়াতে চাটমোহরে পন্য, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী পরিবহন ব্যতীত অন্যান্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কেউ কেউ মোটর সাইকেল নিয়ে বেরুলেও ভ্রাম্যমান আদালতে তাদের সতর্ক করা হচ্ছে। ২৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতেই মোটরসাইকেলে চলাচল কারীদের পুলিশ লাঠি চার্জ করে। উপজেলা গেট এলাকায় এক মোটরসাইকেল চালক ও আরোহীকে লাঠি পেটা করে পুলিশ। সাড়ে এগারোটার দিকে হাসপাতাল গেট এলাকায় একজন স্বাস্থ্য কর্মীকে মোটর সাইকেল ব্যবহার করা থেকে বিরত থাকতে নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। হাসপাতালগেট এলাকায় সংবাদ সংগ্রহ কালে একজন সংবাদিককে মোটর সাইকেল ব্যবহার না করে পায়ে হেটে সংবাদ সংগ্রহে নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরকার মোহাম্মদ রায়হান।