ইবিতে মহান স্বাধীনতা দিবস পালিত


ইবি-যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস-২০২০ পালিত হয়েছে। বৃহস্পতিবার পতাকা উত্তোলন, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, নিরাবতা পালন ও দোয়া-মোনাজাদের মাধ্যমে দিনটি পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা যায়, দিনটি পালন উপলক্ষ্যে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলণ করেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলণ করেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান। পরে ভিসির নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, ২৬ মার্চ উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মাহবুবর রহমান এবং প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন। 
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বীর শহীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করেন তারা। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামন করে দোয়া ও মোনাজাত করা হয়।