করোনাভাইরাস প্রতিরোধে বুধবার দুপুর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্য অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার সকল দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে।বুধবার দুপুরে বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুজ্জামান এই আদেশ জারি করেন।
মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জানান, করোনাভাইরাসের কারণে গণজমায়েত এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দোকানপাঠ বন্ধ থাকবে। একই সাথে খাবার হোটেল, শপিংমলগুলোও বন্ধ থাকবে। তবে মুদি দোকান, কাঁচা বাজার এবং ঔষধের দোকান খোলা থাকবে।  এক সঙ্গে দুইজনের বেশি চলাচল করতে পারবেন না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সভা-সমাবেশ এবং গণজমায়েত বন্ধ থাকবে।
তিনি আরো বলেন, সকলের সহযোগিতা নিয়ে করোনাভাইরাস মোকাবেলা করতে চাই। তাই সবাইকে ঘরে থাকার অনুরোধ জানান তিনি।
এর আগে উপজেলা সদরের মাইকিং করে জানানো হয়, ২৫ মার্চ বুধবার দুপুর থেকে উপজেলার সকল দোকানপাঠ বন্ধ থাকবে। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।