কলমাকান্দায় চাউলের মূল্য তালিকা প্রদর্শন না করায় তিন ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোনার কলমাকান্দায় নির্ধারিত মূল্যের তালিকা প্রদর্শন না করায় তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত ৭ টার দিকে উপজেলা সদরের চাউল মহাল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. সোহেল রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার রাত ৭ টার দিকে উপজেলা সদরের বাজার মনিটরিং করতে গিয়ে তিনটি চাউলের দোকানে মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে তিন চাউল ব্যবসায়ীকে প্রত্যেককে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করেন।
চাউল ব্যবসায়ীরা হলেন-কলমাকান্দা সদর ইউনিয়নের বিশাড়া গ্রামের মো. শুক্কুর আলী, একই ইউনিয়নের বাসাউড়া গ্রামের সুজিত সাহা ও আনন্দপুর গ্রামের সেন্টু সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা বলেন, তিন চাউল ব্যবসায়ীর বিরুদ্ধে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীন ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। তিনি আরও বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা ব্যবসায়ীরা প্রদর্শন না করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে।