ভৈরবে ইতালি ফেরত ব্যক্তির মৃত্যু

ভৈরবে ইতালি থেকে আসা আঃ খালেক (৬০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তার বাড়ি ভৈরব পৌরসভার জগন্নাথপুর এলাকায়। তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত রোববার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
করোনাভাইরাস সন্দেহে মারা যাওয়া ওই ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর। সোমবার (২৩ মার্চ) দুপুরের দিকে ঢাকা থেকে আইইডিসিআর
এর লোকজন ভৈরবে এসে মৃতদেহ থেকে রক্তের নমুনা সংগ্রহ করেন।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই ব্যক্তি গত ২৮ ফেব্রুয়ারি ইতালি থেকে দেশে ফিরেন।
তিনি ৩/৪ দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তবে তিনি কোন চিকিৎসা গ্রহণ করেননি। রোববার (২২ মার্চ) রাতে তার অবস্থার অবনতি হলে প্রথমে আবেদীন হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে সাইদ ইউসুফ মেমোরিয়া হাসপাতালে নেয়া
হয়। ওই হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
এ ঘটনায় দু’টি বেসরকারি হাসপাতালে যারা কমর্রত ছিলেন তাদের হাসপাতালের ভেতরেই অবস্থান করতে বলা হয়েছে। এছাড়া মৃত ব্যক্তির বাড়ির চারপাশের বেশকিছু বাড়িঘরে মানুষের চলাচল সীমিত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।