করোনায় আক্রান্ত প্রথম মার্কিন সিনেটর রেন্ড পল


মার্কিন সিনেটর রেন্ড পলের শরীরে নোভেল করোনা ভাইরাসের উপস্থিতি শণাক্ত করা গেছে। তবে তিনি ভালো আছেন বলে জানানো হয়েছে তার ফেসবুক পেজের একটি পোস্টের মাধ্যমে। মার্কিন সিনেটরদের মধ্যে তার দেহেই প্রথম এ ভাইরাস পাওয়া গেল।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার দুপুর ২টার দিকে ওই ফেসবুক পোস্টে জানানো হয়, কোভিড-১৯ শণাক্তকরণ পরীক্ষায় মার্কিন সিনেটর রেন্ড পলের শরীরে এর উপস্থিতি শণাক্ত করা গেছে। তিনি এখন ভালো আছেন এবং কোয়ারেন্টাইনে আছেন।

তার প্রচুর ভ্রমণ ও অনুষ্ঠানের যোগদানের মধ্যেই সাবধানতার অংশ হিসেবে এই পরীক্ষা করা হয়েছে। করোনায় আক্রান্ত কোনো ব্যক্তির সরাসরি সংস্পর্শে আসার বিষয়ে তিনি জানতেন না।

তবে তিনি চান, কোয়ারেন্টাইনে নির্ধারিত সময় থাকার পরই তিনি সিনেট সভায় যোগ দেবেন এবং এই দুর্যোগ চলাকালীন সময়ে তিনি কেন্টাকির মানুষের জন্য কাজ করবেন।

পোস্টে আরও জানানো হয়, দশ দিন আগে প্রদেশের ডিসি অফিস এ বিষয়ে কাজ শুরু করে, এবং এরপর থেকে কেউ সিনেটর রেন্ড পলের সরাসরি সংস্পর্শে আসেন নি।