২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত শপিং মল বন্ধ, খোলা থাকবে সুপারশপ ও নিত্যপণ্যের দোকান

আগামী ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সারাদেশের শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

বাংলাদেশ দোকান মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে আগামী ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত শপিং মল ও মার্কেট বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার, মুদি দোকান, ঔষধ ও নিত্যপণ্যের দোকান খোলা থাকবে।

অপরদিকে দেশের চেইনশপগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বাংলাদেশ দোকান মালিক সমিতির এই সিদ্ধান্তের সঙ্গে বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের কোনও সম্পর্ক নাই।

দেশের বর্তমান পরিস্থিতিতেও মানুষের খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা পূরণে বাংলাদেশ সুপারশপ ওনার্স অ্যাসোসিয়েশন আগোরা, স্বপ্ন, প্রিন্স বাজার, মিনা বাজার, ইউনি মার্ট, ট্রাস্ট ফ্যামিলি নিডস, ফ্যামিলি মার্ট, ক্যারে ফ্যামিলি’র মতো সুপারশপগুলো ২৫ মার্চ হতে ৩১ মার্চ পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।