সোহেল রানা সোহাগ:
সিরাজগঞ্জের তাড়াশে অসাধু ব্যবসায়ীদের ধরতে ক্রেতা সেজে ওড়না দিয়ে মুখ বেধে ছদœবেশে বাজারে অভিযান চালিয়েছেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত জাহান। করোনা ভাইরাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে চাল, ডাল, পেয়াজসহ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের মজুদ করে
কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে পন্য বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে শনিবার বিকালে উপজেলার পৌর এলাকায় এ অভিযান চালান ইউএনও। ছদ্মবেশে বিভিন্ন দোকানে পন্য ক্রয় করেন তিনি। এ সময়
অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে কয়েকটি চালের দোকান এবং কাচা তরিতরকারির দোকানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদন্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও
উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) ওবায়দুল্লাহ ও পুলিশ সদস্যরা ।
অভিযান শেষে তাড়াশ উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত জাহান জানান, বাজারে চাল, পেয়াজসহ বিভিন্ন পন্যর মূল্য তালিকা অনুযায়ী বিক্রেতারা বিক্রী করছেন কিনা তা
দেখতে ছদ্মবেশে বিভিন্ন দোকানে যাই। দোকানগুলোতে বাজারমুল্যর
চেয়ে বেশি দাম নেয়ায় কয়েকজন অসাধু ব্যবসায়ীর অর্থদন্ড করা হয়েছে।
এ অভিযান অব্যহত থাকবে।