পাবনায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

রফিকুল ইসলাম সুইট : পাবনার সাঁথিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে পেশাদার মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার রাত ২টার দিকে সাথিঁয়া
উপজেলার খয়েরবাগান এলাকায় এ ঘঁটনা ঘটে। এ ঘটঁনায় দুই পুলিশ সদস্য আহত হয়। নিহত আবুল কালাম কাইলা ওরফে আব্দুল আলিম কালু
(৩৫) সাঁথিয়া উপজেলার রসুলপুর গ্রামের খোরশেদ আলম খুশাই শেখের ছেলে। তার বিরুদ্ধে সাঁথিয়া থানাসহ বিভিন্ন থানায় মাদকের ডজন
খানেক মামলা আছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক বিরোধী পুলিশের অভিযানের সময় খয়েরবাগান
এলাকায় পুলিশের উপস্থিতি টেরপেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় এসময় পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। দুই পক্ষের
গুলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটে পালিয়ে যায়। পরে ঘঁটনাস্থল থেকে গুলিবিদ্ধ কালুকে উদ্ধার পাবনা জেনারেল হাসপাতালে
নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তার বিরুদ্ধে সাঁথিয়া থানাসহ বিভিন্ন থানায় মাদকের ডজন খানেক মামলা আছে।
ঘঁটনাস্থল থেকে একটি র্শাটারগান, দুই রাউন্ড গুলি, একটি হাসুয়া ও একশ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার কওে পুলিশ। এ ঘঁনায় সাথিঁয়া থানার উপ- পরিদর্শক ফিরোজ সুলতান ও কনষ্টেবল শুভ আহত হলে তাদেও প্রাতমিক চিকিৎসা দেয়া হয়। কালু দীর্ঘ দিনধরে এলাকায় মাদক ব্যবসা করতেন। ইতিপূর্বে পুলিশের নিকট কয়েক বার গ্রেফতার হলেও
জামিনে বের হয়ে পূণরায় মাদক ব্যবসা শুরু করতেন বলেও জানান পুলিশ।