নেত্রকোনার কলমাকান্দায় বিদেশফেরত ১৫ জনকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। তাদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ না থাকলেও বিদেশফেরত হওয়ার কারণে তাদের নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১৯ মার্চ সকাল পর্যন্ত উপজেলার ১৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের মধ্যে এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোন প্রমাণ পাওয়া যায়নি। হোম কোয়ারেন্টাইনে রাখা এসব ব্যক্তিদের নিয়মিত পর্যবেক্ষণ করছেন স্বাস্থ্য বিভাগের মনোনীত স্বাস্থ্যকর্মীরা। তাছাড়া করোনাভাইরাস প্রতিরোধে ৫০শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বেডের আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। বিদেশফেরত ১৫ জনের মধ্যে ১৪জন সৌদি আরব ও ১জন অস্ট্রেলিয়া থেকে এসেছে। করোনাভাইরাস প্রতিরোধে উপজেলায় ১০ সদস্যবিশিষ্ট কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদস্য সচিব হিসেবে রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা হোম কোয়ারেন্টাইনে রাখা ব্যক্তিদের প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছেন। তাছাড়া হোম কোয়ারেন্টাইনে রাখা ব্যক্তিরা প্রত্যেকেই সুস্থ আছেন। তাদের মধ্যে করোনা সংক্রান্ত কোনো লক্ষণ নেই।