যখন থাকবোনা আমি থাকবে আমার এ গান
তুমি শুনবে যত বেশি ততটাই হবে নিষ্প্রাণ
দুচোখ ভরবে জলে যখন চিরতরে যাবো চলে
নিথর দেহকে সইতে হবেনা অবহেলা অপমান (২)
হয়তো কদিন পরেই ভূলে যাবে যাছিল স্মৃতি
তোমার নাহোক তাতে আর কারো হবে যে ক্ষতি
আমি পারছি না সইতে ভার সইবো কত আর
গোধুলী ডাকছে আমায় রাতও করছে আহবান (২)
চাইনা দিতেগো সাড়া গোধুলীও রাতের আহবানে
আলোর পথ নীলাকাশ আমায় যে কাছে টানে
শূণ্যতা আমার মৌনতা যদি তোমায় দেয় পূর্ণতা
চলে যেতে রাজি ধরে নেব পেয়ে গেছি প্রতিদান(২)
লেখক- সাংবাদিক, গীতিকার বাংলাদেশ টেলিভিশন।