গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার (১৫ মার্চ ) অনুষ্ঠিত এ নির্বাচনে স্কুল শাখার অভিভাবক সদস্য পদে ২জন বিজয়ী হয়েছেন।
জানা গেছে, রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ৮৪৪ জনের মধ্যে ৫৭২ জন ভোটার ভোট প্রদান করেন। এর মধ্যে বাতিল হয়েছে ১০ টি ভোট। নির্বাচনে শাখার অভিভাবক সদস্য পদে স্কুল শাখায় ৪ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। অভিভাবক সদস্য পদে বিজয়ীরা হলেন ইউসুফ আলী মাস্টার ( ২শ ৩১ ভোট) এবং নাজিম উদ্দিন (২শ ২৩ ভোট)।
প্রতিদ্ব›দ্বী অপর প্রার্থীরা হলেন বিমল কান্তি দাশ (১শ ৭৯ ভোট), মিছবাহ উদ্দিন (২শ ১১ ভোট) এবং আব্দুর রাজ্জাক (৯৫ ভোট)।
এ দিকে অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্ব›িদ্বতায় আজীবন দাতা সদস্য পদে জহির আহমদ চৌধুরী, কলেজে অভিভাবক পদে হেলাল উদ্দিন আহমদ হেলু ও লিয়াকত আলী নির্বাচিত হয়েছেন। কলেজ শাখার শিক্ষক সদস্য পদে রায়হান আহমদ, স্কুল শাখায় ওলিউর রহমান এবং সংরক্ষিত শিক্ষক (মহিলা) সদস্য হিসেবে মোছাঃ হাজেরা বেগম নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠিত নির্বাচনে প্রিজাইটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল ।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। তিনি সংশ্লিষ্ট প্রার্থী, সমর্থক এবং নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।
নির্বাচন চলাকালে মীরগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি লুৎফর রহমান, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সদস্য শেখ খছরুল ইসলাম, সাবেক সদস্য তমিজ উদ্দিন, বর্তমান কমিটির সদস্য হেলাল উদ্দিন আহমদ হেলু, লুৎফুর রহমান, তাজ উদ্দিন, উপজেলা অন-লাইন প্রেসক্লাবের সিনিয়রসহ-সভাপতি আজিজ খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সহির উদ্দিন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।