মধ্যরাতে সাংবাদিককে বাড়ী থেকে নিয়ে এক বছরের কারাদন্ড দেয়ায় লালমনিরহাটে মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি। অনিয়মের সংবাদ প্রকাশের জেরে মধ্যরাতে কুড়িগ্রামের বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে তুলে নিয়ে গিয়ে
মাদক মামলা দিয়ে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বক্তারা বলেন, আরিফুল
ইসলাম রিগান মাদক তো দুরের কথা পান সিগারেট ও পান করেন না। কুড়িগ্রাম জেলা প্রশাসকের অনিয়মের সংবাদ প্রকাশ করায় তার প্রতি এই ন্যাক্কার জনক ঘটনা ঘটানো হয়েছে। আমরা তার নিঃশর্তে মুক্তি দাবী করছি। নইলে পরবর্তিতে বৃহত্তর আন্দোলন গড়ে
তোলা হবে। বীর মুক্তিয়োদ্ধা শফিকুল ইসলাম কানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক আহমেদুর রহমান মুকুলসহ জেলার পাঁচ উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দরা উলে-খ্য, গত শুক্রবার মধ্য রাতে ঘুম থেকে জেগে নিয়ে তাকে
তুলে নিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকের অভিযোগ তুলে এক বছর কারাদন্ড দেয়া
হয়। যা সারাদেশে নিন্দার ঝড় বইছে।