মাভাবিপ্রবিতে ইংরেজী বিভাগের যাত্রা শুরু

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজী বিভাগে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ইংরেজী বিভাগ। ১৫ মার্চ ২০২০ তারিখে সকাল ১১টায় উক্ত বিভাগের মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন আনুষ্ঠানিকভাবে বিভাগের শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইংরেজী বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আনিসুর রহমান আনিছ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. রোকেয়া বেগম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ নাজমুস সাদেকীন।

এসময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও অফিস প্রধানগণ এবং উক্ত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন বলেন, একটি বিশেষ বর্ষে এই ইংরেজী বিভাগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল। এই বিভাগের নবীন শিক্ষার্থীরা মুজিববর্ষ ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকবে।