রামিম হাসান,ঝিনাইদহঃঃ ঝিনাইদহের শৈলকুপায় চুরি, ছিনতাই বেড়ে যাওয়া ও এসবের প্রতিবাদ করতে গিয়ে ষড়যন্ত্রমুলক মামলার স্বীকার হওয়ায় তা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ বিকেলে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে এ কর্মসূচীর আয়োজন করেন স্থানীয় ব্যবসায়ীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে গাড়াগঞ্জ বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, গত কয়েকদিন যাবত গাড়াগঞ্জ বাজারে চুরি, ছিনতাই বেড়ে চলেছে। প্রতিনিয়ত ব্যবসায়ীদের মোটর সাইকেল, বাইসাইকেল চুরি ও ছিনতাই করে নিয়ে যাচ্ছে দুবৃর্ত্তরা। সম্প্রতি চোর ধরে পুলিশের সোপর্দ করলেও চোরচক্র জামিনের বের হয়ে ব্যবসায়ীদের মামলা দিয়ে হয়রনি করছে। এসময় বক্তারা, চুরি ছিনতাই রোধে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হস্তক্ষেপ ও ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহারের দাবী জানান।
রামিম হাসান,ঝিনাইদহঃমোবাইল:০১৩০৫৩৫১৬৬০