বিশ্বনাথ প্রতিনিধি :: আন্তর্জাতিক নদী কৃত্য দিবস ২০২০ উপলক্ষে বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আয়োজনে সংস্থার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বাসিয়া নদীর অবৈধ দখলদার উচ্ছেদে ভবিষ্যৎ করণীয় আলোচনা হয়। বক্তারা বলেন, ১৯৯৮ সালে মার্চে ব্রাজিলে আন্তর্জাতিক সমাবেশ থেকে “আন্তর্জাতিক নদী কৃত্য দিবস” পালন সিদ্ধান্ত নেওয়া হয়। এই ধারাবাহিকতায় নদী প্রেমিকরা ১৪ মার্চ দিবসটিকে পালন করে আসছে। বক্তারা আরো বলেন- বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ ২০১৫ সাল থেকে নদী রক্ষায় ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে কাজ করে আসছে। যতদিন পর্যন্ত বিশ্বনাথ উপজেলার বিভিন্ন নদী-নালা, খাল-বিল, হাওর পূর্ণ উদ্ধার হবে না ততদিন আন্দোলন চলবে। যত বাদা আপত্তি আসুক না কেন, এক পা পিছপা হবো না।আজ বিকাল ৩ ঘটিকায় সময় বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের কার্যালয়ে সংস্থার আহবায়ক ফজল খানের সভাপতিত্বে ও সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার সদস্য সচিব আব্দুল বাতিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রবিনিতশীল সংগঠনের সভাপতি বীর মুক্তিযুদ্ধ এড. মুজিবুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী সংগঠক মুমিন খান মুন্না, বিশ্বনাথ পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মনির হোসেন, বাঁচাও হাওর আন্দোলন আহবায়ক সাজিদুর রহমান সুহেল, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের সদস্য সচিব সামছুল ইসলাম মুমিন, বাসিয়া নাট্য কল্যাণ সংস্থার সভাপতি সিরাজুল ইসলাম, গণফোরাম বিশ্বনাথ উপজেলা সাধারণত সম্পাদক তরিকুল ইসলাম, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের যুগ্ন আহ্বায়ক কবি এস বি সেব, সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার সদস্য এস এ সাজু, রুবেল আহমদ, যুব সংগঠক নাজিম উদ্দীন, ফটো সাংবাদিক শফিক মিয়া ,আনহার বিন সাইদ, জেদ্দা যুবলীগের যুগ্ম আহবায়ক শামছুল ইসলাম, ফুটবলার সাবুল মিয়া, প্রমূখ।