কমলগঞ্জে রাতভর নারী নৃত্য ও গাঁজার আসর

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ কমলগঞ্জ উপজেলার শাহ মফিজ উদ্দিন (র:) এর
মাজারে ওরসকে কেন্দ্র করে রাতভর চলছে গাঁজার আসর ও নারী নৃত্য। বিভিন্ন
এলাকা থেকে মাদকসেবীরা গাঁজা সেবনে মেতে উঠে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওযায় ভিডিওতে গাঁজা ও নৃত্যের
দৃশ্য দেখা যায়। প্রকাশ্যে রাতে গাঁজা সেবন চললেও পুলিশ প্রশাসন নির্বিকার ছিল। অভিযোগ উঠেছে পুলিশকে ম্যানেজ করে নাচ ও গাঁজার
আসর বসায় ওরস কমিটি। জানা যায়, প্রতিবছরের ন্যায় কমলগঞ্জ উপজেলার শমশেনরনগর এলাকায় অবস্থিত শাহ মফিজ উদ্দিন (র:) এর দুইদিন ব্যাপী
বার্ষিক ওরস মোবারক গত বৃহস্পতিবার শুরু হয়। স্থানীয় আয়োজকরা বার্ষিক ওরসে কোন ধরনের মাইক, গান-বাজনা নিষিদ্ধ ঘোষনা করলেও ওরসের
দিন দেখা যায় মাজারের বিভিন্ন পাশে গানের কাফেলা বসানো হয়। সেই
কাফেলায় চলে নারী পুরুষের নৃত্য। পাশাপাশি বসানো হয় গাঁজার আসর।
চারদিকে মাদক সেবনকারীরা বসা আর মহিলা গান গাইছে। গান শুনে
গাঁজা সেবন করছে মাদক সেবীরা। ৩/৪টি কাফেলায় প্রকাশ্যে গাজাঁর
আসর বসানো হয়। কাফেলাগুলোতে মানুষের ভিড় জমে। উঠতি বয়সের যুবকরাও
গাঁজার সেবন করতে দেখা যায়। মাদকের আড্ডা বসলেও স্থানীয় পুলিশ কোন
ভূমিকা পালন করতে দেখা যায়নি। এ ব্যাপারে মফিজ শাহ ওরস কমিটির
সভাপতি ইউসুফ মিয়ার সাথে মুঠুফোনে যোগাযোগ করলেও তাকে পাওয়া
য়াননি।