কি চায় প্রিয়তম

ছোট ছোট ভূল জমে হয় পাহাড় সম
কাছের মানুষ হয় দূরগামী হয় দুর্গম
আমরা কেন বুঝিনা নিজের ভূল খুঁজিনা
মন ভেঙ্গে গেলে ভেঙ্গে যায় প্রেমও \

যদি অবিরত কর অনাদর অবহেলা
যদি মন কর জীবন অতি তুচ্ছ খেলা
দিতে হবে মাশুল সেদিন খুঁজবে ভূল
অতীত পরবে মনে চলার পথে যদি থাম\

চাইবে ভূলে যেতে স্মৃতিময় দিনগুলো
পারবে না সহজে স্মৃতিযে করবে এলোমেলো
তার চেয়ে সেই ভাল এক সাথে পথ চল
সুখ চাও খুঁজে দেখ কিচায় প্রিয়তম \