খালেদ আহমেদ পাবনা
গতকাল শনিবার ৮ ফেব্রুয়ারি বিকাল পাঁচটায় হাজী ইঞ্জিনিয়ার আবুল কাশেম মহিলা আলিম মাদ্রাসার মাহী মুক্তার অডিটরিয়ামে বিএনপির অনলাইন ভিত্তিক প্রচারণার সংগঠন জিয়া সাইবার ফোর্স (জেড,সি,এফ’র,) কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য হাসান মাহমূদ।
তিনি বলেন মুল দলের যুগ্ন মহাসচিব রুহুল কবীর রিজভী কর্তৃক অনুমোদিত এই প্লাটফর্মে তারেক রহমানসহ দলের বরুদ্ধে যে অপপ্রচার হচ্ছে তার জবাব দিতে ও ভন্ডামীর মুখোশ খুলে দেবার জন্য তৈরি হয়েছে।
প্রধান আলোচকের বক্তব্য দিয়ে মঞ্চে প্রানের সঞ্চার করেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডির) পাবনা জেলা সভাপতি ও বাংলাদেশ ট্রাক মালিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক কবির।
বিশেষ অতিথীর বক্তব্য দেন সংগঠনের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক খালদুন বিন শহীদ।
পাবনা জেলার প্রধান সমন্বয়ক রাজু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা শ্রমীক দলের সদস্য শামীমা সাথী, ঈশ্বরদী পৌর মহিলা দলের সিনিয়র সহসভাপতি শাহানা আক্তার, জেড,সি,এফ এর সক্রিয় সদস্য জাহিদুল ইসলাম জিহাদ, পাবনা জেলা যুবদল নেতা রাফেকুল আজম রিপন, কর্মী পারভেজ পান্নু, কামরুল ইসলাম মিলন, শিবনাথ দাস, মোঃ সেলিম, শহীদুজ্জামান সুমন, ওমর ফারুক, ছাত্র নেতা জামিল সাকিব, মোঃ মাসুদ, জামার হোসেন খানসহ শতাধিক নেতা-কর্মী।
উপস্থিতিদের মধ্য থেকে বিভিন্ন উপজেলা বিএনপির নেতাকর্মীরা ১৭ বছরে যে মামলা- হামলা ও নির্যাতনের স্বীকার হয়েছেন তা নিয়ে দুঃখ ভরা ব্যাক্তিগত মতামত ব্যাক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের ত্বোড়া দিয়ে বরন করেন যুবদল নেতা কাইয়ুম ও মিলন