ফরিদপুরে ইউএনও আহাম্মদ আলীর হস্তক্ষেপে মাদারজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ শতাংশ জায়গা উদ্ধার করায় শিক্ষার্থীরা আনন্দ উল্লাস ও আনন্দ মিছিল করে। জানা যায়, এলাকার মৃত মফিজ উদ্দীন মোল্লার পুত্র আব্দুল মজিদ মোল্লা গং, ৪ মাস আগে জোর পুর্বক বিদ্যালয়ের ৭ শতাংশ জায়গা অবৈধভাবে দখল করে শহীদ মিনারের সামনে বাশেঁর চটা দিয়ে ঘিরে খরের স্তপ, গোবরের নালা, মাছ ধরার জাল রাখার মাচা নির্মাণ করে। ফলে ছাত্র-ছাত্রীদের সমাবেশ, খেলা ধুলা, যাতায়াত বাধাগ্রস্ত হয়। বিদ্যালয়ের সভাপতি খন্দকার কাওসার ইসলাম উপজেলা নির্বাহী অফিসার বরাবর এব্যাপারে একটি অভিযোগপত্র দাখিল করেন। ইউনিও বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য ওসিকে সুপারিশ করেন। ওসি এসএম আবুল কাশেম আজাদ গত ১০ মাস জায়গাটি অবৈধ দখল মুক্ত করেন। ১১ মার্চ ছাত্র-ছাত্রীরা আনন্দ মিছিল করে শহীদ মিনারে সামনে সমাবেশ করে। উল্লেখ্য, বিষয়টি নিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিসহ গ্রামবাসী কয়েক দফা মিটিং করা হলেও দখলদার তাদের নিজস্ব জায়গা দাবি করে দখল মুক্ত করেনি বলে সভাপতি জানান। বর্তমান এলাকায় শান্তি বিরাজ করছে।