কমলগঞ্জে ৫ শতাধিক রোগীকে ফ্রি চক্ষু শিবির

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ কমলগঞ্জে রামেশ্বরপুর গ্রামে ফ্রি চক্ষু শিবির সম্পন্ন হয়েছে আজ ১৩ মার্চ। মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের কারিগরি সহযোগীতায় এবং সাবেক সিভিল সার্জন ডা. শফিক উদ্দিন আহমেদ
এর সার্বিক ব্যবস্থাপনায় চক্ষু শিবির সম্পন্ন হয়। এ সময় ৫শতাধিক রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান এবং ৪২জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করা
হয়। সাবেক সিভিল সার্জন ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক ডা. শফিক উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং মাসিক শব্দচর সম্পাদক কবি আবদুল হাই ইদ্রিছী ও মো. জসীম উদ্দিনের
যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য
উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মৃগেন কুমার দাশ চৌধুরী, সমাজ সেবক ইমতিয়াজ আহমদ বুলবুল, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মশাহিদ আহমদ চুন্নু, এডভোকেট মহিউদ্দিন মানিক ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ
বাবু।