শুক্রবার সন্ধ্যার পর থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারত প্রবেশ স্থগিত

ইয়ানুর রহমান : করোনা ভাইরাসের কারণে আগেই ভারত ভিসা দেয়া বন্ধ করে দিয়েছিল। নতুন করে তারা ভিসা স্থগিত করায় বেনাপোল বন্দর দিয়ে
ভারতে প্রবেশ করতে পারবেন না কোন পাসপোর্ট যাত্রী।
তবে কূটনীতিক, জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন প্রকল্পের ভিসা এই বিধি নিষেধের আওতায় পড়বে না।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় দেশটির সংবাদ মাধ্যেমের খবরে এ কথা জানানো হয়। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি
পাওয়ায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ভারতে এ পর্যন্ত করোনায় ৬৭ জন আক্রান্ত হয়েছেন। যার
মধ্যে একটি অংশ ইতালি থেকে এসেছে।
বেনাপোল ইমেগ্রেশনের ওসি আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা থেকে সাধারণ পার্সপোর্টধারী যাত্রীরা বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন না। ভারতের নিষেধাজ্ঞার কারনে এই প্রবেশে নিষেধাজ্ঞা।
তবে বাংলাদেশে অবস্থানরত ভারতীয়রা ভারতে যেতে পারবেন। এ ছাড়া
ভারতীয় নাগরিক ও ভারতে অবস্থানরত বাংলাদেশি যাত্রীরা বন্দর দিয়ে
বাংলাদেশে আসতে পারবেন। যা ১৫ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।
সরেজমিনে দেখা গেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এলাকায় ভারতগামী যাত্রীদের দীর্ঘ ভীড় লক্ষ্য করা যায়। চিকিৎসাসহ বিভিন্ন
জরুরী কাজে ভারত গমনের জন্য তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। এতে করে চরম দূর্ভোগও পোহাতে হচ্ছে তাদের।
প্রসঙ্গত, করোনা ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় দেশের নাগরিকদের প্রবেশ ঠেকাতে ভারত সরকার সব দেশের ভিসা স্থগিত করেছে। চীনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।#