মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ “খাদ্যের কথা ভাবলে,পুষ্টির কথা ভাবুন” এ স্লোগানে বড়লেখা উপজেলা পরিষদ সভাকক্ষে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ ১২ মার্চ। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স যৌথভাবে এই সভার
আয়োজন করে। এতে সহযোগিতা করে বে-সরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) সূচনা। বড়লেখা উপজেলা নির্বাহী
কর্মকর্তা মো. শামীম আল ইমরানের সভাপতিত্ব্ েও এনজিও সংস্থা সূচনার পুষ্টি কর্মকর্তা আল-আমিনের সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য
রাখেন- উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুহাম্মদ তাজ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন-
সূচনার উপজেলা প্রকল্প সমন্বয়কারী সৈয়দ আব্দুস সামাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য
রাখেন-উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফেরদৌস আক্তার, উপজেলা
প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল আলম খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিজ মিঞা, পল্লী বিদ্যুতের ডিজিএম এমাজ উদ্দিন সরদার, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন,
সমবায় কর্মকর্তা সফিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, এনাম উদ্দিন, সাহাব উদ্দিন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাংবাদিক আব্দুর রব, তপন কুমার দাস, সূচনার মনিটরিং কর্মকর্তা তৌহিদ কামাল তাপস,
আইজিএ কর্মকর্তা মীর সঞ্জয়, ইউনিয়ন সম্বনয়কারী নিজাম উদ্দিন প্রমুখ।