মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে পাবনার ভাঙ্গুড়ায় তিন ফার্মেসির মালিককে ৯ হাজার টাকা জরিমানা করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। বুধবার দুপুরে পাবনার ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক কে এম মুহ্সীনিন ও ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান যৌথভাবে পৌর শহরের ভাঙ্গুড়া বাজারে অভিযান পরিচালনা করে তাৎক্ষণিক এই জরিমানা আদায় করেন।
অভিযানে ভাঙ্গুড়া বাজারের মোহনা ফার্মেসির মালিক মুজিবুর রহমানকে ৫হাজার টাকা, ঔষধ ঘরের মালিক আফজাল হোসেনকে ২হাজার টাকা ও নাবিলা ফার্মেসির মালিক সাইদুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে এসব মেয়াদোত্তীর্ণ ওষুধ বড়াল নদীর পাড়ে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভাঙ্গুড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান বলেন, ঔষধ সহ সকল স্যানিটারি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ঔষধ প্রশাসন অধিদপ্তর অভিযান পরিচালনা করেন। এতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখায় তিন ফার্মেসির মালিককে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।