নারী দি-বস

প্রতিদিন জাগে নারী যেই অপমানে
নারীদিবস ব্যর্থ রোজ হয় সেইখানে

সপ্তসিন্ধু দৃশ্যপটে মগজের ক্ষয়
নিউজেতে রোজ ছাপে ধর্ষণ হয়

লক্ষাধিক প্রতœজীব ওই মেয়েটাকে
চোখ দিয়ে লেলিহান লালসায় মাপে

পতিত পুরুষ তুমি করুণা তোমায়
অনেক হলো তো ক্ষমা, আর দেরি নয়

রোজ ভাবি শৃঙখল খুলে ছুটে যাই
প্রেমহীন মরে বাঁচা বিচ্ছেদ শানাই

সীমারেখা টানা যেই পুরুষের হাতে
কত লজ্জায় বলো তো এ নারীজন্ম কাটে!

যে পুরুষ করল শাসন প্রবল উচ্ছ্বাসে
পরজন্মে যেন সে নারী হয়ে আসে

নারী তাকে কী দিল সে হিসাব থাক
বিবেকের দংশনে জ্বলে পুড়ে যাক

কবি পূজে নারী বলে ঘর ছুঁড়ে ফেলে
যে শিশু পুরুষরূপে জন্মায়নি বলে

সূর্য ওঠে পাটে আর অস্ত খোলা মাঠে
নারী হয়ে বিদেহিনী যেন রোজ কাটে

এটুকু প্রার্থনা করি জীবনের দ্বারে
নারীকে অবলা কেউ মনে না করে।