ইয়ানূর রহমান : যশোরের শার্শায় বিভিন্ন অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ১,১৭,৬০০/(এক লক্ষ সতের হাজার ছয়শত) টাকা জরিমানা আদায় করেছে।
সোমবার (৯ মার্চ) বিকালে শার্শা উপজেলার গোগা ইউনিয়নের কয়েকটি স্থানে বিভিন্ন আইনের উপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী।
খোরশেদ আলম চৌধুরী বলেন, গোগা বাজারের অনেক মুদি দোকান ও হোটেলে মূল্য তালিকা প্রদর্শন না করে অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ ও বিক্রয় করেছেন, একই এলাকার ইটভাটাগুলো লাইসেন্স বিহীন অবৈধভাবে ইট ভাটা পরিচালনা করছে, একই স্থানে গণ উপদ্রব সৃষ্টিকারী বালি ও মাটি বহনকারী কয়েকটি ট্রাক রাস্তা-ঘাট নষ্ট করছে এবং কয়েকজন যুবক দলবদ্ধভাবে পাবলিক স্থানে প্রকাশ্যে ধূমপান করছে এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
এসময় ২টি মুদি দোকানীকে ১৫০০০/ (পনের) হাজার টাকা, ৩টি হোটেল মালিককে ২৫০০০/ (পঁচিশ) হাজার টাকা, ইট প্রস্তুত ও ভাটা স্থাপনে অনিয়মে মুন্নী ব্রিকসকে ২০০০০/ (বিশ) হাজার টাকা, এআরবি ব্রিকসকে ৫০০০০/- (পঞ্চাশ) হাজার টাকা, ৩টি ট্রাকের মালিককে ৭০০০/ (সাত) হাজার টাকা, প্রকাশ্যে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে ২ যুবককে ৬০০/ (ছয়) শত টাকা সহ মোট ১,১৭,৬০০/(এক লক্ষ সতের হাজার ছয়শত) টাকা জরিমানা আদায় করা হয়।
সকল অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।#ইয়ানূর রহমান০১৭১২৭৯৭৬০২